ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ রাসেলকে হারিয়ে দিল উত্তর বারিধারা
Published : Monday, 1 March, 2021 at 12:00 AM
সবশেষ তিন লিগ ম্যাচে ছন্দহীন শেখ রাসেল ক্রীড়া চক্র বেরিয়ে আসতে পারেনি ব্যর্থতার বলয় থেকে। ২০১২-১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা এবার হেরে গেছে নিচের দিকে দল উত্তর বারিধারার কাছে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগে ২-১ গোলে জেতে উত্তর বারিধারা। ১১তম ম্যাচে এসে লিগে প্রথম জয়ের স্বাদ পেল দলটি।
এই হারে শিরোপা লড়াই থেকে আরও দূরে সরে গেল শেখ রাসেল; ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। এক জয় ও ছয় ড্রয়ে ৯ পয়েন্ট উত্তর বারিধারার।
শেষ তিন ম্যাচে দুই ড্র ও এক হার নিয়ে খেলতে নামা শেখ রাসেলের শুরুটা অবশ্য হয়েছিল আশা জাগানিয়া। পঞ্চদশ মিনিটে দলকে এগিয়ে নেন খন্দকার আশরাফুল ইসলাম।
মিশরের ডিফেন্ডার মাহমুদ সাইদ আব্দেল রহিম ৪৭তম মিনিটে উত্তর বারিধারাকে সমতায় ফেরান। ৭৪তম মিনিটে ইভজেনি কোচনেভের বাড়ানো বল জালে জড়িয়ে উত্তর বারিধারাকে এগিয়ে নেন পাপন সিং। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।




বড় জয়ের দিন বড় দুঃসংবাদ পেল বার্সা
শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা। মৌসুমের শুরুতে ধুঁকতে থাকা দলটি পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে এনেছে। অবশ্য ম্যাচ খেলেছে দুইটা বেশি। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে রিয়াল।
শনিবার রাতে বড় ম্যাচে দারুণ এক জয় পেয়েছে কাতালানরা। পয়েন্ট টেবিলে চারে থাকা সেভিয়ার বিপে তাদেরই মাঠে গিয়ে জয় তুলে নিয়েছে ২-০ গোলে। দলের দারুণ এই জয়ে প্রথমার্ধে গোল করেন উসমান ডেম্বেলে এবং শেষ দিকে গোল করেন লিওনেল মেসি।
স্বস্তির এই জয়ের দিনে রোনাল্ড কোম্যান দিয়েছেন দলের তরুণ এবং নিয়মিত ফুটবলার প্রেদি গঞ্জালেসের ইনজুরির খবর। মেসির সঙ্গে রসায়ন জমে ওঠা এই স্প্যানিশ মিডফিল্ডার ম্যাচের ৭০ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। বার্সেলোনার প থেকে জানানো হয়েছে, সেরে উঠতে দুই সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে তার।
পিএসজির বিপে তাদের মাঠে গিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখার ম্যাচে তাই প্রেদিকে পাচ্ছে না বার্সা। প্যারিসের দলটির বিপে নক-আউট পর্বের প্রথম লেগে ৪-১ গোলে হেরেছে বার্সা। ওদিকে সেভিয়ার বিপে ম্যাচে ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার রোনাল্ড আরাজুও।