ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কিশোর আমীন হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার
ঠাকুড়পাড়ায় ক্রিকেট খেলা নিয়ে খুনের ঘটনায় মামলা-
Published : Sunday, 28 February, 2021 at 12:00 AM, Update: 28.02.2021 2:15:38 AM
কিশোর আমীন হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধারতানভীর দিপু: ক্রিকেট খেলায় তর্কের জেরে কুমিল্লা নগরীর ঠাকুর পাড়ায় হত্যাকান্ডের শিকার মোহাম্মদ আমিনের খুনী পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর শাসনগাছা রেলষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পারভেজের দেয়া তথ্য মতে আমিন খুনে ব্যবহার হওয়া ছুরিটিও উদ্ধার করা হয়েছে। কেতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার সকালে আমিনের মা শেফালী বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পারভেজ, তার ছোট ভাই আরমান, খালু জুয়েল ও খালা নাজমাকে আসামী করা হয়েছে কলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে শেষে শনিবার আমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে টমছমব্রীজ এলাকায় তার মরদেহ দাফন করা হয়।
গত শুক্রবার সকালে নগরীর ঠাকুর পাড়া এলাকায় এমপি মাঠে ক্রিকেট খেলায় নো বল, নাকি রাইট বল এমন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকিবিতন্ডা ও পরে হাতাহাতিতে জড়ায় আমিন ও পারভেজ। পরে বাসা থেকে ছুরি এনে আমিনের বুকে ও পিঠে আঘাত করে পারভেজ। কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়ার পথে আমিন মারা যায়। ঘটনার পর থেকেই ঘাতক পারভেজ পালিয়ে যায়। আমিনের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পারভেজকে ধরতে অভিযান চালায়।
আমিন ঠাকুর পাড়া এলাকার ভাড়াটিয়া প্রবাসী নোয়াব আলীর ছেলে। পারভেজও একই এলাকায় ভাড়া থাকতো।
পরিবার সূত্রে জানা গেছে, আমিনের  বড় ভাই ইয়াছিনের স্ত্রীর নিপার স্ত্রীর মামাতো ভাই পারভেজ। আমিন ও পারভেজের গ্রামের বাড়িও মুরাদনগরের একই গ্রামের পালাসুতায়। ইয়াছিনের বিয়ে নিয়েও পারভেজের সাথে একটি পারিবারিক দ্বন্দ ছিলো বলে জানা গেছে।