Published : Saturday, 27 February, 2021 at 12:00 AM, Update: 27.02.2021 1:46:27 AM
তানভীর দিপু ||নো
বল, নাকি রাইট বলÑ ক্রিকেট খেলায় এমন তুচ্ছ তর্কের জের ধরে ঠাকুরপাড়ায় খুন
হয়েছে মোহাম্মদ আমিন (১৬) নামে এক কিশোর। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা
নগরীর ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে এই ঘটনা ঘটে। নিহত আমিন জেলার মুরাদনগর
উপজেলার ছালিয়াকান্দি গ্রামের প্রবাসী নোয়াব আলীর ছেলে। সে নগরীর ঠাকুরপাড়া
এলাকায় মিনু কলোরিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো এবং পেশায় রং মিস্ত্রি
ছিল। তিন ভাইয়ের মধ্যে আমিন মেজো।
নিহত আমিনের চাচা শাহাদাত জানান,
গতকাল বেলা ১১টার দিকে ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে অন্যদের সাথে ক্রিকেট
খেলতে যায় আমিন (১৬)। ঘটনার সময় আমিন ছিল বোলার, আর আম্পাায়ারের দায়িত্ব
পালন করছিলো পারভেজ (২২) নামে আমিনেরই এক ভাই। একপর্যায়ে খেলায় নো বল নিয়ে
পারভেজের সাথে বাকবিত-া ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে আমিন। এর পর ঝগড়াঝাটি শেষ
মনে করে অনেকেই মাঠ ছেড়ে চলে যায়। কিন্তু ক্ষব্ধ পারভেজ এক সময় বাড়ি থেকে
ছুরি নিয়ে এসে খেলার মাঠে গিয়ে আমিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায়
আমিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত পারভেজ জেলার মুরাদনগর উপজেলার
পালাসুতা গ্রামের শাহ আলমের ছেলে। সে একই এলাকার চৌধুরী ভিলায় ভাড়া থাকে।
সম্পর্কে আমিন ও পারভেজ মামাতো ফুপাতো ভাই।
শুক্রবার বিকালে আমিনের
বাসায় গিয়ে দেখা যায় শোকার্ত পরিবেশ। ছেলে হারানোর শোকে চিৎকার করে আর্তনাদ
করছেন আমিনের মা। পাড়া-প্রতিবেশীরাও এসে জড়ো হয়েছে। আমিনের মা শেফালী বেগম
কাঁদতে কাঁদতে বলেন, সকালে নিজের নাস্তা নিজে বানিয়ে খেয়ে খেলতে যায় আমিন।
বার বার নিষেধ করার পরও ক্রিকেট খেলার জন্য ছুটে যায়। পরে লোকজনের কাছে
জানতে পারেন, আমিনকে পারভেজ ছুরি মেরেছে।
আমিনের দাদা আবদুর রব জানান, এর আগেও পারভেজ বিভিন্ন বিষয় নিয়ে আমিনের বড় ভাই ইয়াসিনের সাথে শত্রুতায় জড়ায়।
কোতোয়ালি
মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে
এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঘাতক পারভেজ পলাতক রয়েছে। তিনি
বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।