Published : Friday, 26 February, 2021 at 12:00 AM, Update: 26.02.2021 1:13:48 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লা
দেবিদ্বারে উপজেলা পরিষদ উপনির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে
প্রতিদ্বন্দ¦ী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আচরণবিধি
প্রতিপালন ও আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচনী
নীতিমালা ও প্রার্থী সমর্থকদের আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা
প্রশাসক মো. আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ
সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন
পিএসসি অধিনায়ক মো. গোলাম ফজলে রাব্বি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
দুলাল তালুকদার, জেলা এনএসআই যুগ্ম - পরিচালক জিএম আলিম উদ্দিন, র্যাব ১১
(কুমিল্লা) কোম্পনী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব, জেলা আনসার ও
ভিডিপি কমা-্যান্ট মো. মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব
হাসান। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর সকল প্রার্থীদের
আচরণবিধি মেনে চলার আহবান জানিয়ে দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা মেনে চলার প্রতি
গুরুত্বারোপ করেন। সেই সাথে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,
আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মো.আবুল কালাম আজাদ, বিএনপি মনোনীত ধানের
শীষ প্রার্থী এএফএম তারেক মুন্সি, জাতীয় পার্টির লাঙল প্রার্থী মো. আবদুল
আউয়াল সরকার এবং স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার আবদুল হক খোকন উপস্থিত
ছিলেন।