বুকের সন্তানসহ বাজার করে বাড়ি ফেরা হলো না মা সুমির
মাসুদ আলম।।
Published : Thursday, 25 February, 2021 at 6:23 PM, Update: 25.02.2021 6:39:54 PM
মা সুমি বেগমের বুকে ৩ বছরের শিশু মাশরাক। শিশু ছেলেকে বুকে নিয়ে বাজার করে বাড়ি যাচ্ছিলেন ওই মা। রেলস্টেশন দিয়ে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় মা সুমি বেগম ও তার কোলে থাকা শিশু মাশরাক নিহত হয়। ঘটনাস্থলেই ওই মা ও শিশুর মৃত্যু হয়। তাদের আর বাড়ি ফেরা হলো না।
বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম গুনবতী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আব্বাস জানান, নিহত মা সুমি বেগম (২৩) তার শিশু ছেলে মাশরাক হোসেন (৩) চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের বুধরা গ্রামের মানিক মিয়ার স্ত্রী ও শিশু সন্তান। তারা বৃহস্পতিবার সকালে গুনবতী বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ওই মা ও শিশু ছেলে নিহত হয়।
পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ নিহতদের পরিবার তাদেরকে দাফনের জন্য নিয়ে গেছেন।