বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কর্মসূচির অংশহিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কোভিড ১৯ ভ্যাকসিন এর ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রমের করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রুপম মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফউদ্দিন আহমেদ পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিনুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি কামরুল হাসান, যুগ্মসাধারণ সম্পাদক হাসান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ রহমান মাসুম,প্রচার সম্পাদক আখিআলম রকি, দপ্তর সম্পাদক আরিফ হাসান খান বাপ্পি, অন্যতম সদস্য আরিফুর রহমান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুন্সী মোহাম্মদ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।