
কুমিল্লার বুড়িচং এ থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম জানান- বুড়িচং থানার এসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই মো. আবদুল্লাহ ও এএসআই শাহজালাল মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে ২২ ফেব্রুয়ারি বুড়িচংয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় । বুড়িচং সদরের উত্তর বাজার হাসপাতালের সামনে মাদক
বিরোধী অভিযান পরিচালনাকালীন সময়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আকটকৃতরা হলো- বুড়িচং উপজেলার বারেশ্বর
গ্রামের মো. সাদেক মিয়া ও মাতা হিরনী খাতুনের ছেলে মাদক ব্যবসায়ী মো. শাহআলম (২২) ও মো. মামুন খন্দকার ও মাতা: সাহেনা আক্তারের ছেলে
মো. মেহেদী হাসান (২০) কে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের যথাযথ মাদক নিয়ন্ত্রন আইনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।