Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM, Update: 24.02.2021 12:52:50 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের ৩ জনকে ২ টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার
দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলামের
নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাইকারী/চোর
চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দাউদকান্দি পৌরসভার
মাইজপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে রেদোয়ান সাগর (২৫), উত্তর নছরুদ্দি
গ্রামের নাজিম মিয়ার ছেলে হৃদয় হোসেন (২২) এবং একই গ্রামের নিজাম উদ্দিনের
ছেলে দিপু হাসান (২২)।
এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।