মাসুদ আলম।।
কুমিল্লা
নগরীতে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার নগরীর টমছম ও ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা সংস্থা
ডিবি ওই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
কুমিল্লা পুলিশ সুপার
কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই চক্রের
উৎপাত এবং ছিনতাইয়ের ঘটনায় সংঘটিত হওয়ার অভিযোগ করছে ভোক্তভোগীরা। নগরীতে
অপরাধ দমন এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন
কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ।
গ্রেফতার তিন ছিনতাইকারীর মধ্যে
টমছমব্রীজ এলাকার কুখ্যাত ছিনতাইকারী দিদারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া
নগরীর ধর্মপুর এলাকা থেকে সুইচ গিয়ারসহ হাতেনাতে দুই ছিনতাইকারী সদস্যকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।