ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় বীরপ্রতীকের নামে সড়কের নাম ফলক ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা
Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর:
কুমিল্লার চান্দিনায় বীর প্রতীক কর্ণেল (অব.) মো. সফিক উল্লাহ নামে সড়কের নামকরণ ফলক ভেঙ্গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন শাহেন শাহ্ মিয়ান নামের এক ব্যক্তি। তিনি বীরপ্রতীক সফিক উল্লাহ’র ভাতিজা।
বীরপ্রতীক সফিক উল্লাহ’র অপর ভাতিজা অধ্যাপক মো. পারভেজ মিয়ান জানান- চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন মিয়ান বাড়ির বাসিন্দা কর্ণেল (অব.) সফিক উল্লাহ মহান মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের ই কোম্পানীর ৫নং গেরিলা বাহিনীর কমান্ডারের দায়িত্বকালে বিশেষ ভূমিকা পালন করায় বীরপ্রতীক উপাধিতে ভূষিত হন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকুরীতে যোগাদানের পর কর্ণেল পদ মর্যাদা নিয়ে অবসর গ্রহণ করেন।
তিনি জানান- ২০০৮ সালের ৩১ মার্চ তিনি মৃত্যুবরণ করার পর একই বছরে কৈলাইন গ্রামের তার স্মরণ সভায় বৃহত্তর কুমিল্লার বিশিষ্টজন ও মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে সেই দিন চান্দিনার মাধাইয়া ও চাঁদপুর জেলার কচুয়ার রহিমানগরের সংযোগ সড়কটি বীরপ্রতীক কর্ণেল (অব.) মো. সফিক উল্লাহ’র নামে নামকরণ করার জন্য প্রস্তব করা হয়। সেখানে সর্ব সম্মতিক্রমে পরবর্তীতে নাম ফলক স্থাপন করা হয়। দাপ্তরিক ভাবে বিষয়টি চূড়ান্ত হওয়ার পর চান্দিনা মাধাইয়া এলাকায় ওই সড়কের সন্মুখ স্থানে আরসিসি ফলক স্থাপন করা হয়।
দুঃখ প্রকাশ করে তিনি আর জানান- গত সোমবার কোন এক সময় কে বা কাহারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফলকটি ভেঙ্গে রড কেটে মাটিতে ফেলে দেয়। যা অত্যন্ত দুঃখ জনক।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- এ ঘটনায় চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।