ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে কুমিল্লায় প্রস্তুতিমূলক সভা
Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM, Update: 24.02.2021 12:53:05 AM
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে কুমিল্লায় প্রস্তুতিমূলক সভামাসুদ আলম।। ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মার্চের দিবসগুলো উদযাপনে এই প্রস্তুতিমূলক সভা আনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি ঘিরে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ব্যক্তিদের দেয়া নানা পরামর্শমূলক বক্তব্যে দিবসগুলো উদযাপনে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, এনএসআই কুমিল্লা কার্যালয়ের যুগ্ম পরিচালক জি এম আলিম উদ্দিনের কুমিল্লা কোতয়ালী মডেল থানার সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, বিশিষ্ট লেখক অধ্যক্ষ শান্তি রঞ্জন ভৌমিক , সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, নারী নেত্রী পাপড়ি বসু, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার ও কুমিল্লা শিশু একাডেমীর পরিচালকসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও দিবস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গবৃন্দ।