ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাথিতে গর্ভের নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২
Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি নিয়ে বিরোধের ধরে কুমিল্লা নগরীতে শিল্পী নামের ৯ মাসের অন্ত:সত্বা এক গৃহবধূকে নির্যাতনের কারণে তার নবজাতক সন্তানের মৃত্যুর ঘটনায় এজাহার নামীয় আসামি আবুল কালাম ও তার ছেলে শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় এসব তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই কিবরিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ১৭নং ওয়ার্ডের পাথুরিয়া পাড়ার সোহেল আরমানের সাথে বসত বাড়ির সম্পত্তি নিয়ে পাশর্^বর্তী বাড়ির তার মামা আবুল কালামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত রোববার সন্ধ্যায় আবুল কালামের পরিবারের লোকজন সোহেল আরমানের স্ত্রী শিল্পীকে মারধর করে। একপর্যায়ে আবুল কালামের স্ত্রী শাহনাজ বেগম সোহেল আরমানের গর্ভবতী স্ত্রী শিল্পীর পেটে লাথি মারে। এতে প্রসব যন্ত্রণায় গত সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই গৃহবধূর ছেলে সন্তান প্রসব করার পর নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর মৃত সন্তান কোলে নিয়ে সোহেল দম্পতি পথে পথে ঘুরে বিকালে কোতয়ালি মডেল থানায় যান এবং গৃহবধূ শিল্পী বাদী হয়ে রাতে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেন।
কোতয়ালি মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই কিবরিয়া জানান, এ ঘটনায় শিল্পী বাদী হয়ে দাখিল করা অভিযোগটি সোমবার দিবাগত রাতে থানায় এফআইআর করা হয়েছে। এ মামলায় আবুল কালাম, তার স্ত্রী শাহনাজ বেগম, মেয়ে লিমা, ছেলে শরীফ, আরিফ ও মেয়ের জামাতা সফিককে আসামি করা হয়েছে। এদের মধ্যে আবুল কালাম ও তার ছেলে শরীফকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।