স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে ২য় দিনেও ক্যাম্পাসে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশ অবস্থান নিয়ে রুটিন হওয়া পরীক্ষাগুলো চালুর দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, পরীক্ষা চাই’, ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল?, ‘সেশন জটের কবলে কেনো, প্রশাসন জবাব চাই’ এসব স্লোগান দেয়। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, সব কিছু স্বাভাবিক চললেও হঠাৎ করেই চলমান পরীক্ষা বন্ধ করা অযৌক্তিক। আমরা এমনিতেই অনেকটা পিছিয়ে গেছি। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখলে আমরা ভয়াবহ সেশনজটে পড়বো। অনতিবিলম্বে আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা গুলো নিতে হবে।
পরে শিক্ষার্থীরা প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন। এসময় আগামী তিনদিনের মধ্যে দাবি মেনে না নিলে ঢাকা চট্টগ্রাম বিশ্বরোড অবরোধ করে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা পরীক্ষা নেওয়া স্থগিত করেছি। পুনরায় সরকারী নির্দেশনা আসলে পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫৮টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আটকে গেছে।