Published : Thursday, 25 February, 2021 at 12:00 AM, Update: 25.02.2021 2:02:14 AM
তানভীর দিপু:
বসুন্ধরা
কিংসের দুই গোল মেশিন ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো এবং আর্জেন্টাইন রাউল
বেসেরাকে থামাতেই পারছেনা কেউ। এক ম্যাচে দুই জনেরই জোড়া গোল আর দলের বড়
জয়! বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে এবারের মৌসুমে টানা অপরাজিত রইলো
কিংসরা। গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪-০ গোলের
ব্যবধানে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারায় বসুন্ধরা। ম্যাচে প্রতিদ্বন্দীতা
হবার কথা থাকলেও শেখ রাসেলের বিপক্ষে দাপুটে জয় নিয়েই ফিরেছে সাদা কালো
জার্সির রবিনিয়ো-সবুজরা। খালিদ শাফীই-বিশ্বনাথের ডিফেন্সের কাছে পাত্তা
পায়নি লাল জার্সির শেখ রাসেলের স্ট্রাইকাররা।
গতকাল বিকাল ৩টায়
কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রে
বিরুদ্ধে জয় নিয়ে এখনো লীগে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ১১
ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আর ১০
ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শেখ রাসেল এখনো ৪ নম্বরে।
ম্যাচে ২৩ মিনিটে
বসুন্ধরাকে এগিয়ে নেন আর্জেন্টাইন রাউল বেসেরা। মাঝ মাঠ থেকে বল নিয়ে রবসন
রবিনিয়োর দুর্দান্ত পাস কাজে লাগাতে ভুল করেননি বেসেরা। এরপর প্রথমার্ধের
শেষ দিকে ব্যবধান বাড়ান রবসন নিজেই। তৌহিদুল আলম সবুজের পাস থেকে এবার সোজা
কিকেই গোল করেন রবিনিয়ো। আগের দুই ম্যাচে টানা হারা শেখ রাসেুল
দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি। বার বার চেষ্টা করেও বসুন্ধরার জালের
নাগাল পায়নি বল। ৭৪ মিনিটে ডিফেন্ডার খালিদ শাফীই পাস ধরে ব্যবধান বাড়ান
রাউল বেসেরা। ৮৩ মিনিটে আবারো ব্রাজিলিয়ান-আর্জেনটাইন জুটির নৈপুন্য
বেসেরার কাছ থেকে বল নিয়েই গোল করেন রবিনিয়ো।
১২ গোল নিয়ে লীগে
সর্বোচ্চ গোলদাতার খেতাব এখন বসুন্ধরা কিংসরে রবসন রবিনিয়োর। আর ততৃীয়
অবস্থানেই আছেন রাউল বেসেরা। ১১ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে শেখ জামাল
ধানমন্ডি কাবের ওমর জোবে।
বসুন্ধরা কিংস আর শেখ রাসেশ ক্রীড়া চক্রের
ম্যাচ উত্তাপ ছড়ানোর কথা থাকলেও একপেশে দাপট নিয়েই পয়েন্ট অর্জন করেছে
কিংসরা। কয়েকটি আক্রমনের চেষ্টা করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের মোনেকে,
রিদ্রগেজ ও দুইশোবেকোভ। কিন্তু বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান
সেগুলো অনায়াসে ঠেকিয়ে দেন।
পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।
দ্বিতীয় আবাহনী লিমিটেড, তৃতীয় শেখ জামাল এবং চতুর্থ অবস্থানে আছে শেখ
রাসেল ক্রীড়া চক্র। এদিকে মোহামেডানকে পেছনে ফেলে ৫ নম্বরে উঠেছে সাইফ
স্পোর্টিং কাব। ৬ নম্বরে নেমে গেছে মোহামেডান।