কিংসের জয়ে ব্রাজিল ২, আর্জেন্টিনা ২
Published : Thursday, 25 February, 2021 at 12:00 AM
যারা
গোল দেখতে ফুটবল মাঠে যান তাদের জন্য দারুণ এক বিকেল উপহার দিলেন বিশ্ব
ফুটবলের নান্দনিক ফুটবলের দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ফুটবলার।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার বিকেলে গোলের
মালা গাঁথলেন রাউল অস্কার বেসেরা ও রবসন রবিনহো। প্রথম জন্য আর্জেন্টাইন
ফরোয়ার্ড, দ্বিতীয়জন ব্রাজিলের।
এই দুইজনের লাতিন ছন্দে বাংলাদেশ
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও মাঠ ছাড়ল দুর্দান্ত এক
জয় নিয়ে। ৪-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের
অবস্থান আরো সুসংহত করল বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা ও
ব্রাজিলিয়ান দুই ফুটবলার যেন নিজেদের মধ্যেই গোলের প্রতিযোগিতায় নেমেছিলেন।
২৩ মিনিটে রাউল গোল করেছেন, ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন রবসন। আবার
৭৪ মিনিটে রাউল ব্যবধান ৩-০ করেছে, ৮৩ মিনিটে ৪-০ করেছেন রবিনহো।
১১
ম্যাচে এটি দশম জয় বসুন্ধরা কিংসের। ৩১ পয়েন্ট নিয়ে তারা আরো পেছনে ফেললো
আবাহনীকে। তৃতীয় হারে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারেই পড়ে থাকলো সাবেক
চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র।