Published : Monday, 1 March, 2021 at 12:00 AM, Update: 01.03.2021 1:32:17 AM

তানভীর দিপু:
পাড়ায়
পাড়ায় আবারো ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দিতে বাংলাদেশের ৫০ বছর পূর্তি
উপলক্ষ্যে কুমিল্লায় উদ্বোধন হলো স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট।
গতকাল বিকালে টুর্নামেন্টের ভেন্যু কুমিল্লা জিলা স্কুল মাঠে জেলা ক্রিকেট
কমিটির আয়োজনে জমকালো অনুষ্ঠানটির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য
আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল
এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা
আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল
আলম রনি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, খেলাধুলায় উৎসাহী
তরুণ প্রজন্মই কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এর আগে সফল ভাবে কাউন্সিলর
কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্ট করেছিলাম, যেই খেলা দেখতে স্বাধীনতার ইতিহাসে
সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি ছিলো। তাই স্বাধীনতা টি-টেন টুর্নামেন্টটিরও
সমাপনী অনুষ্ঠান কুমিল্লায় স্টেডিয়ামে হবে।
তিনি আরো বলেন, আমরা
কুমিল্লায় শুরু করেছিলাম- মাদকের বিরুদ্ধে খেলা। মাদকের বিরুদ্ধে
ক্রিকেট-মাদকের বিরুদ্ধে ফুটবল। তাই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে
আমরা কুমিল্লায় স্বাধীনতা টি-টেন টুর্নামেন্ট উদ্বোধন করলাম। এত বড় আয়োজন,
সারা বাংলাদেশ দেখবে। তাই বলি- কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ। আর
কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে- আয়নামতি ময়নামতি নয়।
আলোচনাসভা শেষে
প্রধান অতিথি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহারসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন
উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ কনসার্ট
উপভোগ করেন উপস্থিত দর্শক ও অতিথিরা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কনসার্টে
গান পরিবেশন করেন তরুন প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্টেজ, কুঁেড়ে ঘর ও
এ্যাসেজ।
টুর্নামেন্ট পরিচালনা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্বাধীনতা
টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে ৯২টি দল অংশ গ্রহন করছে। ১০ ওভারের টেপ
টেনিসে খেলা এই টুর্নামেন্টের ম্যাচ শুরু হবে ১ মার্চ থেকে। টুর্ণামেন্টে
কুমিল্লা সদর, সিটি কর্পোরেশন, উপজেলা ও পার্শবর্তী জেলা গুলো থেকেও দল
রেজিষ্ট্রেশন করেছে।
বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে আর ওয়ান
ফাইভ ভি-থ্রি ও রানারআপ দলের জন্য সুজুকি জিক্সার মোটরবাইক। ১০ ওভারের
খেলাটি টেপ টেনিস বলে অনুষ্ঠিত হবে।