ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোংলায় লাইটার জাহাজ ডুবোচরে আটকা
Published : Monday, 1 March, 2021 at 12:00 AM
ডুবো চরে লেগে তলা ফেটে বাগেরহাটের মোংলার পশুর নদে কয়লাবাহী একটি লাইটার জাহাজ আটকে গেছে; তবে নাবিকরা সুস্থ আছেন বলে ব্ন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার রাতে ইসমাইলের চরে এই ঘটনা ঘটে। রোববার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  
মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করা জাহাজ থেকে ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের আমদানি করা কয়লা বহন করছিল ‘এমভি বিবি-১১৫৮’ নামের এই লাইটার জাহাজ।
“শনিবার রাত ১১টার দিকে হারবাড়িয়া থেকে ৮০০ টন কয়লা নিয়ে খুলনার দিকে যাওয়ার পথে পশুর নদের ডুবে থাকা ইসমাইলের চরে লেগে তলা ফেটে কাত হয়ে যায়। এই জাহাজে ১০ জন নাবিক ছিলেন। তারা সবাই নিরাপদে রয়েছেন।”
তিনি জানান, “জাহাজটি নদীর ভাটার সময় সময় দেখা যায়; আবার জোয়ার এলে ডুবে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জাহাজটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”