ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজধানীতে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
Published : Monday, 1 March, 2021 at 11:58 AM
রাজধানীতে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ আরিফ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। তার বাড়ি পিরোজপুরে বলে জানা গেছে।

আজ সোমবার সকালে কমলাপুর রেলস্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, সকালে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশিতা ট্রেন থেকে স্টেশনে নামলে রেলওয়ে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করে।

পরে তার কাছে থাকা ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।