প্রিমিয়ার লিগে বড্ড বিবর্ণ দেখাচ্ছিল লিভারপুলকে। সর্বশেষ ১১ ম্যাচে জয় ছিল মাত্র দুটি! তার ওপর টানা চার ম্যাচে হার তো ছিলই। অবশেষে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ছন্দে ফেরার বার্তা দিচ্ছে দলটি। লিভারপুল জিতেছে ২-০ গোলে।
বাবা মারা যাওয়ায় ছুটিতে আছেন লিভারপুলের নিয়মিত গোলকিপার আলিসন। তার জায়গায় পোস্ট সামলেছেন আদ্রিয়ান। তার বদলে প্রথমার্ধে আলোচনায় ছিলেন শেফিল্ড গোলকিপার অ্যারন র্যামসডেল। বেশ কিছু অসাধারণ সেভ করে হতাশ করেছেন লিভারপুলকে। বিশেষ করে ফিরমিনো ও আলেক্সান্ডার আর্নল্ডের শুরুর দিককার প্রচেষ্টা প্রতিহত করেছেন অসাধারণ দক্ষতায়। ৩০ মিনিটে তো নিজের পা দিয়ে রুখে দিয়েছেন মোহামেড সালাহর শট।
প্রথমার্ধের পর অবশ্য আর দেয়াল হয়ে দাঁড়াতে পারেননি। গোলমুখে ফিরমিনোর ব্যাকহিল পেয়ে যান জোন্স। মুহূর্তেই তা জালে পাঠিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার।
৬৪ মিনিটে ফিরমিনো মনে করেছিলেন দ্বিতীয় গোলটি করে ফেলেছেন তিনি। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডার ব্রায়ানের গায়ে লেগে বলটি জালে জড়ালে সেটি পরিণত হয় আত্মঘাতী গোলে!
জয়ের পর ২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে লিভারপুল। এর ফলে শীর্ষ চারে যাওয়ার মঞ্চ তৈরি হয়েছে তাদের। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপর রয়েছে চেলসি।
অপর দিকে টটেনহামে ফেরার পর সবচেয়ে আলো ছড়ানো পারফরম্যান্স উপহার দিলেন গ্যারেথ বেল। তার জোড়া গোলে বার্নলিকে ৪-০ গোলে হারিয়ে স্পাররা। জয় পেয়েছে আর্সেনালও। পিছিয়ে পরেও তারা লিস্টার সিটিকে হারিয়েছে ৩-১ গোলে। এছাড়া চেলসির সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।