ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কেরানীগঞ্জ থেকে আনসার ইসলামের এক জঙ্গি গ্রেফতার
Published : Monday, 1 March, 2021 at 12:09 PM
কেরানীগঞ্জ থেকে আনসার ইসলামের এক জঙ্গি গ্রেফতারঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য ও মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা। সোমবার (১ মার্চ) সকালে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন উগ্রবাদী বই, মোবাইলফোন ও ল্যাপটপসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি দল গত ২৭ ফেব্রুয়ারি রাতে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচরেরর খালপাড় এলাকায় অভিযান চালায়। পরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. রফিকুল ইসলাম রুবেল ওরফে ইমতিয়াজ ওরফে আব্বাসকে (২৭) গ্রেফতার করা হয়।

তিনি দাবি করেন, ‘গ্রেফতার সদস্য জিজ্ঞাসাবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী বই ও প্রচারপত্র বিলি করার কথা স্বীকার। সে সংগঠনের নতুন সদস্য দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।’

তার কাছ থেকে উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, ল্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়। গত ৩০ সেপ্টেম্বর আনসার আল ইসলামের চার জন শীর্ষ জঙ্গি গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছিল। গ্রেফতার মো. রফিকুল ইসলাম রুবেল মূলত ওই মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি।