ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচি; পুলিশের ২৪ শর্ত
Published : Monday, 1 March, 2021 at 2:24 PM
 বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচি; পুলিশের ২৪ শর্ত২৪ শর্তে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির উদ্বোধনী কর্মসূচিতে পুলিশ অনুমতি দিয়েছে। বছরব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর গুলশান-৪১ নম্বর সড়কে হোটেল লেকশোরে অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি সোমবার (১ মার্চ) বিকেল তিনটায় যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে তাতে ২৪ শর্তে অনুমতি দিয়েছে পুলিশ। গুলশান হোটেল লেকশোরে এ উদ্বোধনী অনুষ্ঠান হবে।
ভার্চুয়াল ভাবে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটি সদস্য এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধনের জন্য গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চিঠি দেয় বিএনপি। চিঠি পাওয়ার ৮ দিনের মাথায় রবিবার এই অনুমতি দিল ডিএমপি।