বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সুবর্ণজয়ন্তীর বছর ব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১ মার্চ দুপুর ২.৩০মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তি যোদ্ধা আব্দুস সালাম এর সঞ্চালনায় দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও তিতাস - হোমনা বিএনপির আয়োজনে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের বাস বভন থেকে ভার্চুয়ালে সংযুক্ত হন স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার,তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক ওসমান গনি ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজ¦ী আলী হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি,দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর, তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা,কাজী কবির হোসেন সেন্টু,শ্রমিক দলের সভাপতি আদিলুর রহমান,স্বেচ্চাসেবক দলের সভাপতি ফারুক হোসেন ভূইয়া প্রমূখ। এছাড়াও তিতাস-হোমনা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।