ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশকে হারিয়ে চারে উঠলো সাইফ স্পোর্টিং
Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM
ডাগআউটে বড় পরিবর্তন সাইফ স্পোর্টিং কাবের। প্রধন কোচ বেলজিয়ামের পল পুটকে তিনদিন আগে বিদায় দিয়েছে কাব কর্তৃপ। পুটের সহকারী জুলফিকার মাহমুদ মিন্টু এখন দলটির ভারপ্রাপ্ত প্রধান কোচ।
ডাগআউটের পরিবর্তনে মাঠেও যেন বদলে গেলো ফেডারেশন কাপ রানার্সআপরা। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ পুলিশ ফুটবল কাবে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠলো তারা।
ড্র, হার ড্র - এভাবে এগুতে থাকা পুলিশ আগের ম্যাচে আরামবাগকে হারিয়ে ফিরেছিল জয়ে; কিন্তু পরের ম্যাচেই তাদের বিধ্বস্ত হতে হলো সাইফের কাছে। জয়টা পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে দিয়েছে সাইফকে। রাসেলকে পেছনে ফেলে চারে জায়গা করে নিলো মিন্টুর দল।
দুর্দান্ত খেলেছেন সাইফের নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি। মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে আক্রমণে কেবল যোগানই দেননি, জোড়া গোলও করেছেন এই নাইজেরিয়ান। অন্য দুই গোল করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু ও সাজ্জাদ হোসেন।
জমিরের গোলে পুলিশ দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে ২-১ করলেও সাইফের ওপর চাপ সৃষ্টির মতো কিছুই করতে পারেনি। উল্টো আরো দুই গোল হজম করে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে।
পঞ্চম হারে পুলিশ ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পড়ে থাকলো টেবিলের অষ্টম স্থানে।