ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে  জাতীয় বীমা দিবস পালন
Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলায়  জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য  বিষয়  “মুজিব বর্ষের অঙ্গিকার, বীমা হোক সবার” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষে বুড়িচং উপজেলা  প্রশাসনের আয়োজনে এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড  এর সহযোগিতায় সোমবার সকালে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান  আখলাক হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং পরিচালনা করেন বুড়িচং চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর শাখা ব্যবস্থাপক মোঃ আরিফুর রহমান ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারোয়ার, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান।
আরো বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ ফজলুল হক, জেলা সমন্বয় কারী মোঃ নজরুল ইসলাম, আব্দুল হালিম, একাউন্টস অফিসার জামাল হোসেন, মোঃ আব্দুল ওহাব খান সহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা কর্মচারী গন বক্তব্য রাখেন। এসময় উপজেলার অধীকাংশ বীমা কোম্পানির বীমা প্রতিনিধি, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কুমিল্লায় ফ্রি ডেন্টাল চেকআপ
নিজস্ব প্রতিবেদক।। শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত ২দিনব্যাপী কুমিল্লা মহানগরীর শাসন গাছা মীম হসপিটাল ও ইউনিলিভার পেপসোডেন্টের উদ্যোগে অভিজ্ঞ দাঁতের ডাক্তার দ্বারা বিনা মূল্যে ডেন্টাল চেকআপ ও বিনামূল্যে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট টুথপেষ্ট বিতরণ করা হয়। প্রথম দিনের কার্যক্রম উদ্বোধন করেন মীম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুননেছা মুক্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মীম হসপিটালের ম্যানেজার মোঃমহি উদ্দিন, পরিচালক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, ইউনিলিভার সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্টের সিনিয়র প্রফেশনাল হেলথ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাফি, সিনিয়র প্রফেশনাল হেলথ এক্সিকিউটিভ অফিসার মোঃ সালিন আহাম্মদ খাঁন রিসান, প্রফেশনাল হেলথ এক্সিকিউটিভ অফিসার মোঃ সাঈদুল হক, প্রফেশনাল হেলথ এক্সিকিউটিভ অফিসার মোঃ তানভীরুল ইসলাম, দৈনিক কুমিল্লার কাগজের ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন। এসম্য ৭-৮ জন অভিজ্ঞ ডেন্টাল ডাক্তার উপস্থিত ছিলেন এবং প্রথম দিন রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রথম দিনে প্রায় ৬-৭ শত রোগী কে বিনা মূল্যে চিকিৎসা সেবা এবং বিনা মূল্যে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট টুথপেষ্ট বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম রোববার দিন ব্যাপী অব্যহৃত থাকবে বলে জানিয়েছেন মীম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুননেছা মুক্তা।