কুমিল্লা সিভিল সার্জনের বিদায় সংবর্ধনা
Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানের বদলিজনিত
বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসক
সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন কুমিল্লা জেলা প্রশাসন। এসময়
সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। সিভিল সার্জন ডা.
মো. নিয়াতুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা
প্রশাসক আবুল ফজল মীর।
কুমিল্লার মতো বৃহৎ জেলায় দায়িত্ব পালন এবং
ভাইরাস মোকাবেলায় করোনা যুদ্ধে নেতৃত্বে সিভিল সার্জন হিসেবে ডা. মো.
নিয়াতুজ্জামানের ভূমিকা ছিলো সফল। এছাড়াও তার নানা কর্মকা-কে প্রশংসিত
করেছেন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময়
উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ
নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাঈন উদ্দিন, অতিরিক্ত
জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার, কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন
শাহাদাত হোসেন, কুমিল্লা মেডিক্যাল অফিসার (সিভিল সার্জন) ডা. সৌমেন রায়,
জেলা সিভিল অফিসের কো অর্ডিনেটর ডা. হাসান মাহমুদ ইকবাল, কুমিল্লার
সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবু সাইদ, মো. মারুফ হাসানসহ
অন্যান্য সহকারী কমিশনারবৃন্দ এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।