ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরিবহন দ্বন্দ্বে কাউন্সিলর সাইফুলের গাড়ি ভাংচুরের অভিযোগ
Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫ ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলের গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। পরিবহন দ্বন্দ্বে সোমবার কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় তিশা পরিবনের স্ট্যান্ডের সামনে এই হামলা চালায় দুর্বৃত্তরা। হামলা চালিয়ে গাড়ি ভাংচুরের ঘটনায় কাউন্সিলর সাইফুল বিন জলিল কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়েরের কথা জানালেও ওসি আনোয়ারুল হক অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, একটি পরিবহনের বিষয় নিয়ে কাউন্সিলর সাইফুল বিন জলিলের গাড়ি ভাংচুর করা হয়। কিন্তু এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করেননি কেউ।
তবে অভিযুক্ত পক্ষের দাবি কাউন্সিলর সাইফুল তিনি নিজেই নিজের গাড়ি ভাংচুর করেছেন।
ওসি আনোয়ারুল হক আরও জানান, গাড়ি ভাংচুরের বিষয়ে থানায় অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখবো।