ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হামলার হুমকিতে মার্কিন কংগ্রেসের অধিবেশন স্থগিত
Published : Thursday, 4 March, 2021 at 2:19 PM
হামলার হুমকিতে মার্কিন কংগ্রেসের অধিবেশন স্থগিতউগ্রপন্থিদের সম্ভাব্য হামলার হুমকিতে বৃহস্পতিবার মার্কিন ক্যাপিটল ভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্যাপিটল পুলিশের বরাতে বিবিসি এমন খবর দিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, একটি মিলিশিয়া গোষ্ঠীর হুমকির ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, কংগ্রেস সদস্যদের ওপর যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিনিধি পরিষদের বৃহস্পতিবারের অধিবেশন বাতিল করা হয়েছে।

গত ৬ জানুয়ারির মতো আবার কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

কংগ্রেসে চলমান অধিবেশনে ৪ মার্চ প্রতিনিধি পরিষদে পুলিশ সংস্কার আইন নিয়ে বিতর্ক হওয়ার কথা ছিল। আর সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রণোদনা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সূত্র ধরে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়, সহিংসতার আশঙ্কায় কংগ্রেসের ৪ মার্চের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনপ্রণেতাদের জানানো হয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে—চিহ্নিত একটি মিলিশিয়া গোষ্ঠী হামলার পরিকল্পনা করছে।

এক বিবৃতিতে মার্কিন ক্যাপিটল পুলিশ জানায়, যে কোনো হুমকি মোকাবিলায়  রাষ্ট্র, কেন্দ্রীয় অংশীদার ও স্থানীয়দের সঙ্গে কাজ করা হচ্ছে। গোয়েন্দা তথ্য গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।