ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিজিবি সদস্য হত্যার আসামি মহিউদ্দিন চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার
Published : Thursday, 4 March, 2021 at 12:00 AM, Update: 04.03.2021 1:50:08 AM
কুমিল্লায় বিজিবি সদস্য হত্যার আসামি মহিউদ্দিন চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারমাসুদ আলম।।
কুমিল্লা নগরীতে প্রকাশ্যে গুলি চালিয়ে বিজিবি সদস্য হত্যাসহ কয়েকটি আলোচিত ছিনতাই মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর উত্তর চর্থা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মহিউদ্দিন নগরীর ১২ নং ওয়ার্ডের উত্তর চর্থা এলাকার তফাজ্জল হোসেন ইদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিজিবি সদস্য রিপন হত্যা, একাধিক ব্যক্তিকে হত্যার চেষ্টা, ছিনতাই, অস্ত্র-মাদক, নাশকতাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। বুধবার দুপুরে চাঁদাবাজি নতুন একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিকালে এসব তথ্য জানান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক।
জানা যায়, মহিউদ্দিন কিছু দিন ধরে নগরীর উত্তর চর্থার নবাব বাড়ি চৌমুহনী এলাকার ছাব্বির আহম্মদ শুভ নামের এক ব্যবসায়ীর নিকট ৫ লাখ টাকা চাঁদার দাবি করে। চাঁদা না পেয়ে গত মঙ্গলবার রাতে (২ মার্চ) মহিউদ্দিন তার লোকজন নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুরসহ পরিবারের সদস্যদের মারধর করা হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী স্ত্রী নুসরাত ফারহানার লিখিত অভিযোগের প্রেক্ষিতে গভীর রাতে ডিবি ও পুলিশ অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেফতার করে।
বুধবার দুপুরে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, নগরীর একজন ব্যবসায়ীর নিকট ৫ লাখ টাকা চাঁদার দাবিতে মহিউদ্দিনকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিজিবি সদস্য রিপন হত্যা, নাশকতা, ছিনতাই, অস্ত্র, মাদক, হত্যার চেষ্টাসহ ১১টি  মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে থাকলেও তার বিরুদ্ধে আসা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।