ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট
হৃদয়ে বাংলাদেশ, ওল্ড স্কুলবালুধুম ও গেম সুইঙ্গার জয়ী
Published : Thursday, 4 March, 2021 at 12:00 AM, Update: 04.03.2021 1:49:56 AM
হৃদয়ে বাংলাদেশ, ওল্ড স্কুলবালুধুম ও গেম সুইঙ্গার জয়ীতানভীর দিপু:
বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনে জয় পেয়েছে হৃদয়ে বাংলাদেশ, শুভপুর ওল্ড স্কুল, বালুধুম স্পোর্টিং কাব ও গেম সুইঙ্গার। গতকাল সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে নিউ ষ্টার ফ্রেন্ডস কাবের মুখোমুখি হয় হৃদয়ে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামে নিউ ষ্টার ফ্রেন্ডস কাব  সব উইকেট হারিয়ে ১১১ করে। জবাবে হৃদয়ে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়।
দ্বিতীয় ম্যাচে শুভপুর রয়্যালসের মুখোমুখি হয় শুভপুর ওল্ড স্কুল। টসে জিতে শুভপুর ওল্ড স্কুল ৩ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ করে। জবাবে শুভপুর রয়্যালস ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৯১ রান। ১০৪ রানের বিশাল জয় পায় ওল্ড স্কুল।
তৃতীয় ম্যাচে বালুধুম স্পোর্টিং কাবের প্রতিদ্বন্দীতা করে কুমিল্লা এক্স টিম। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৪ উইকেটে ১০২ রান করে এক্সটিম। জবাবে ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় বালুধুম স্পোর্টি কাব।
দিনের শেষ ম্যাচে কাদুটি আদর্শ ক্রিকেট একাদশকে হারিয়েছে গেম সুইংগার। টসে জিতে কাদুটি একাদশ ১০ ওভারে ৮৬ রান করতেই সব উইকেট হারায়। জবাবে মাত্র ২ উকেট হারিয়ে ৯ ওভারেই জয় ছিনিয়ে নেয় গেম সুইংগার।