ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে অনুদানের চেক বিরতণ
Published : Friday, 5 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
বাংলাদেশ প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠির পেশার মানোন্নয়নে আলোচনা সভা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (৪মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার কামার, কুমার, নাপিত ও বাঁশ বেত প্রস্তুতকারক ৭১ জন প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ১৮ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৭৮ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ইউনিয়ন সমাজকর্মী আব্দুল কাইয়ুম, বেলায়েত হোসেন, আব্দুল হান্নান, কারগরি প্রশিক্ষক হাবীব উল্লাহ সরকার, কামরুন্নাহার বেগম প্রমুখ।