ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে পুলিশ-জনতার যৌথ পাহারা
Published : Friday, 5 March, 2021 at 12:00 AM
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি । বুধবার রাতে কুমিল্লা জেলা পুলিশ সুপারের উদ্যোগে এলাকাকে ডাকাত মুক্ত রাখতে রাত্রি কালিন পুলিশ -জনতার যৌথ পাহারার জন্য বুড়িচং থানা পুলিশের আয়োজনে সড়কের সঙ্গে জড়িত বিভিন্ন বাজারের নাইট গার্ডদের মাঝে রিফেকজিং ডেস ও বাঁশি বিতরণ করা হয়েছে। প্রথমে জেলার বুড়িচং উপজেলার  কুমিল্লা -মীর পুর সড়কের ষোলনল ইউনিয়ন এর ভরাসার বাজার, নাইট গার্ডদের মাঝে রিফেকজিং ডেস ও বাঁশি বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার পিপিএম।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম, ওসি তদন্ত মোঃ মাসুদ খাঁন, ভরাসার বাজার কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান সুমন, সাবেক সেক্রেটারি ডাক্তার মোঃ নাসির উদ্দিন আখন্দ, এস আই বিনোদ দস্তগীর, এস আই মোঃ দেলোয়ার হোসেন, এ এস আই মহসিন কবির, এ এস আই আরিফুর রহমান, এ এস আই অহিদুর রহমান,বাদল খান মেম্বার, মোঃ আক্তার হোসেন মেম্বার।
বুড়িচং উপজেলা সদর বাজারে একই ভাবে ওই রাতে নাইট গার্ডদের মাঝে রিফেকজিং ডেস বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার। এসময় বুড়িচং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান, আমিরুল ইসলাম, সদস্য মোঃ আরিফুর রহমান ভূইয়া, আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে কুমিল্লা - বাগড়া সড়কের উপজেলার শংকুচাইল বাজারে, কালিকা পুর বাজারে এবং ফকির বাজারে এ ডেস বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, শংকুচাইল বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কালিকা পুর বাজার কমিটির সভাপতি মোঃ আমজাদ হোসেন মিঠু মেম্বার, নাছির উদ্দীন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপর দিকে ফকির বাজার কমিটির সভাপতি মোঃ ফয়েজ আহমেদ মেম্বার, সেক্রেটারি মোঃ কবির হোসেন চৌধুরী সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার পিপিএম বলেন কুমিল্লা কে ডাকাত মুক্ত ডাকাতি প্রতিরোধে পুলিশের পাশা পাশি বিভিন্ন সড়ক মহা সড়ক সংলগ্ন হাট বাজারের রাত্রি কালিন নাইট গার্ডগন জনতারা যৌথ ভাবে পাহারার ব্যাবস্থা করল সকল মানুষেরা উপকৃত হবে। জনগন নিজেকে পাহারা কালিন দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সকল সমস্যায় পুলিশ জনগনের পাশে থেকে কাজ করবে।
সার্বিক সহযোগিতায় এবং তত্ত্বাবধানে ছিলেন বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম।