ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অটোরিকশায় প্রাণ গেল ২ শিশুর
Published : Friday, 5 March, 2021 at 12:00 AM
 
এ,বি,এম আতিকুর রহমান বাশার ঃ
অটোরিকশায় চড়ে দুর্ঘটনার শিকার হয়ে কুমিল্লার দেবিদ্বারে একই দিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে চার বছরের ছেলে আরিয়ান ঘটনাস্থলেই মারা যায়। আরেক ঘটনায় ওইদিন সকালে একই উপজেলায় খেলাচ্ছলে ইজিবাইক বা ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সিফাত নামে ৬ বছরের একটি শিশু মারা যায়। উভয় দুর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।    

শিশুপুত্রের মৃত্যু, বাবা গুরুতর জখম:
স্থানীয়রা জানান, দেবিদ্বারের লক্ষèীপুর বাস ষ্ট্যাশন থেকে চরবাকর গ্রামের আক্তার হোসেন তার পুত্র আরিয়ানকে নিয়ে কংশনগর যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিক্সায় উঠেন। এসময় ওই সিএনজিতে আরো দু’জন মহিলা যাত্রী ছিলেন। সিএনজিটি বেপড়–য়াভাবে দ্রুত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর ও বেগমাবাদ ষ্ট্যাশনের মধ্যবর্তী স্থানের কে,এম,বি ব্রিক্স ফিল্ডের সামনে পৌঁছার পর, চট্রগ্রাম থেকে ব্রাক্ষèবাড়িয়াগামী ‘প্রান্তিক’ যাত্রী পরিবহনের দ্রুতগামী একটি বাসের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে।
দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত শিশু আরিয়ান হোসেন(৪) লক্ষèীপুর বাস ষ্ট্যাশনের ষ্ট্যাশনারী দোকান মালিক ও চরবাকর গ্রামের আক্তার হোসেন’র পুত্র। এসময় মারাত্মক আহত আরিয়ানের পিতা আক্তার হোসেনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপর আহত উপজেলার বারুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হাসিয়া বেগম(৫৫)কে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, বারুর গ্রামের অঞ্জাত আরো এক মহিলাকে প্রাথমিক সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়।
দূর্ঘটনায় কবলিত সিএনজি চালক তার সিএনজিটি নিয়ে পালিয়ে গেলেও ‘প্রান্তিক’ যাত্রী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৩৪৩৫ নং)বাসটি স্থানীয়দের সহযোগীতায় দেবীদ্বার থানা পুলিশ দেবীদ্বার স্কয়ার হাসপাতালের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যায়।  
এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মৃদুল কান্তি কুড়ি ও ইপ-পরিদর্শক উজ্জল ঘোষ জানান, সড়ক দূর্ঘটনায় আরিয়ান’র মরদেহ দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। স্থানীয়দের সহযোগীতায় বাসটি আটক হলেও সিএনজি চালক ও সিএনজিটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যপারে থানায় ইউডি মামলা দায়ের পূর্বক লাশ ুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে সিএনজিটি চালক সহ উদ্ধারের চেষ্টা চলছে।

খেলাচ্ছলে প্রাণহানি:
স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, দূর্ঘটনায় কবলিত এক ইজিবাইক চালক দেবিদ্বারের রাঘবপুর গ্রামের লোহারপুল এলাকায় ইজিবাইক ষ্ট্যাশনে ২ জন যাত্রী সহ বাইকটি রেখে চা’ খেতে পাশ^বর্তী চা’ দোকানে যান। এসময় গাড়ির চালককে ফাঁকি দিয়ে শিশুটি খেলারছলে গাড়িতে চড়ে ড্রাইভার পজিসনে এস্কেলেটরে মোচর দিলে গাড়িটি দ্রুত গতিতে চলতে শুরু করে। তখন শিশুটি ভয় পেয়ে  চিৎকার শুরু করলে তার নানী দৌড়ে গাড়িটির সামনে এসে গাড়িটি থামানোর চেষ্টা করে। গাড়িটির গতি এতো দ্রুত ছিল যে ইজিবাইটি শিশুটি ও তার নানী সহ পার্স্ববর্তী খালে পড়ে যায়। এই দূর্ঘটনায় শিশুটি ঘটনাস্থলে মারাযায় এবং তার নানী গুরুতর আহত হন। নিহত শিশুটিকে দাফনের জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। নানী পারভীন আক্তারকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
নিহত শিশু সিফাত ব্রাক্ষণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মো. ইমন মিয়ার পুত্র। সে তার নানা মো. সফিক মিয়ার রাঘবপুর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। ইজিবাইক চালক নাজমুল উপজেলার পশ্চিম ফতেহাবাদ গ্রামের কমুদ্দি বাড়ির মালু মিয়ার পুত্র।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ বুধবার বেলা পৌনে ২টায় জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছেন।
##