সিরিজ সেরা হয়ে সাড়ে ১০ বছর আগে শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের আঙিনায় পথচলা। এরপর বহু পথ পেরিয়ে, অনেক সাফল্যে রাঙিয়ে, ৪০০ উইকেট আর ৫ সেঞ্চুরিতে সমৃদ্ধ রবিচন্দ্রন অশ্বিন জায়গা পাকা করে ফেলেছেন ক্রিকেট ইতিহাসে। তার সেই সাফল্যের বড় স্বাক্ষী রেকর্ড বইয়ের ম্যান অব দা সিরিজ পাতা। যেখানে এখন তিনি টেস্ট ইতিহাসে যৌথভাবে তৃতীয়।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরা হয়েছেন অশ্বিন। টেস্টে এই নিয়ে সিরিজ সেরার স্বাদ পেলেন তিনি অষ্টমবার।
৮ বার করে সিরিজ সেরা হওয়ার কীর্তি আছে তিন কিংবদন্তি শেন ওয়ার্ন, ইমরান খান ও স্যার রিচার্ড হ্যাডলির।
টেস্টে এর চেয়ে বেশি বার সিরিজ সেরা হওয়ার রেকর্ড আছে কেবল আর দুজনের। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস সিরিজ সেরা হয়েছেন ৯ বার।
সবার ওপরে এখানে মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ইতিহাসের সফলতম বোলার ম্যান অব দা সিরিজ হয়েছেন ১১ বার।
৭ বার করে সিরিজ সেরা হয়েছেন ওয়াসিম আকরাম ও শিবনারায়ন চন্দরপল।
টেস্ট ক্রিকেটের প্রথম প্রায় ১০০ বছরে অবশ্য ম্যাচ ও সিরিজ সেরার স্বীকৃতি দেওয়ার রীতি ছিল না। গত শতকের ষাটের দশকে এই রীতি শুরুর পরও নিয়মিত ছিল না। আশির দশকের মাঝামাঝি থেকে এসব নিয়মিত হতে শুরু হতে থাকে।