ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউ উপাচার্যের শ্রদ্ধা
Published : Sunday, 7 March, 2021 at 12:50 PM
৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউ উপাচার্যের শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণেই রয়েছে স্বাধীনতার ঘোষণা। আর ২৬ মার্চ ছিল এর আনুষ্ঠানিকতা। বন্দুকের নল ও তাক করা কামানের সামনে দাঁড়িয়েও ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সম্মুখে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

রোববার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল ৮টায় বিএসএমএমইউয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ মুক্তির লক্ষ্যে জেগে ওঠার দিন। জাতিসংঘের ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ এর অংশ হিসেবে স্বীকৃতি পাওয়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সাড়ে সাত কোটি বাঙালিকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মন্ত্রমুগ্ধের মতো উদ্বুদ্ধ করেছিল।’

ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর পুষ্পার্ঘ্য অর্পণকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ডা. কনক কান্তি বড়ুয়া ৭ মার্চের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘ইতিহাস বিকৃতি, হত্যার ষড়যন্ত্র আজও থেমে নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করার চেষ্টা হচ্ছে। এ অবস্থায় সকলে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’