কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে,বঙ্গবন্ধু ম্যাুরালে পুষ্পস্তবক অর্পণ,সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৭ মার্চ) উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভুঁইয়া, তিতাস থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়ার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল মুক্তিযোদ্ধাসহ, শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ ওয়াহেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, কলাকান্দি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার প্রমুখ। অপরদিকে বিকেল, ৩ টায় উপজেলা মিলনায়তনে তিতাস থানা পুলিশের আয়োজেেন ঐতিহাসিক ৭ মার্চ জসতীয় দিবস উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন ও আলোচনা সভা করেন।