স্বাধীনতা কাপ-ঘরোয়া ফুটবলের অনিয়মিত এক টুর্নামেন্টের নাম। এক বছর হলে দুই বছর থাকে ফাইলবন্দী-এভাবেই ১৯৭২ সাল থেকে হয়ে আসছে টুর্নামেন্টটি। সর্বশেষ হয়েছিল ২০১৮ সালে।
তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্ট। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর ১৭ দল নিয়ে হবে এ প্রতিযোগিতা।
প্রিমিয়ার লিগের ১৩ ক্লাব খেলবে সরাসরি। বাছাইপর্ব খেলে আসবে চারটি। জেলা ও সার্ভিসেস দলগুলো খেলবে বাছাইপর্ব।
রোববার বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সভায় ১৫ জুলাইয়ের মধ্যে প্রিমিয়ার লিগ শেষ করার সিদ্ধান্ত হয়েছে। তারপরই মাঠে গড়াবে স্বাধীনতা কাপ।
স্বাধীনতা কাপের পর হবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে অনূর্ধ্ব-১৮ লিগ। সিঙ্গেল লিগ খেলবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যুব দল।
রোববার শেষ হয়েছে প্রিমিয়ার লিগের প্রথমপর্ব। সোমবার থেকে খুলে যাচ্ছে দ্বিতীয় লেগের ট্রান্সফার উইন্ডো। চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
লিগের দ্বিতীয় পর্ব ৮ বা ৯ এপ্রিল শুরু করা হবে বলে সভা শেষ জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।