ড্যাপ বাস্তবায়নে রিহ্যাব ও বিএলডিএ-এর সুপারিশ পর্যালোচনায় ওয়ার্কিং কমিটি গঠন: এলজিআরডি মন্ত্রীস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ড্যাপ রিভিউ কমিটির আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম বলেছেন, ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ বাস্তবায়নের লক্ষ্যে রিহ্যাব ও বিএলডিএ কর্তৃক প্রস্তাবিত মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা করার জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।তিনি আজ রাজধানীর একটি হোটেলে ড্যাপ বাস্তবায়নের বিষয়ে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন-রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভলপারস এসোসিয়েশন- বিএলডিএ-এর প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।মন্ত্রী জানান, ড্যাপ বাস্তবায়নে রিহ্যাব এবং বিএলডিএ-এর পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ ও মতামত তুলে ধরা হয়েছে। এসব মতামত ও সুপারিশ পর্যালোচনার জন্য গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এসব সুপারিশ পর্যালোচনা করে সারসংক্ষেপ ড্যাপের আহ্বায়কের নিকট উপস্থাপন করবেন।মোঃ তাজুল ইসলাম বলেন, এ দেশটা আমাদের সকলের। ঢাকা শহরকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে বসবাস উপযোগী করার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ড্যাপের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড্যাপের আহ্বায়ক বলেন, বিভিন্ন সময়ে ঢাকা নগরীতে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এতে করে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আর যাতে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ না হয় সে জন্য ড্যাপ বাস্তবায়ন জরুরী। আইন লঙ্ঘন করে কেউ কোনো কিছু তার বিরুদ্ধে রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।এর আগে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যেখানে বহুতল ভবন নির্মাণের সুযোগ রয়েছে সেখানে তা নির্মাণ করা হবে। আর যেখানে সকল নাগরিক সেবা প্রদান করা সম্ভব না সেখানে সুউচ্চ ভবন নির্মাণ করতে দেয়া হবে না।এ প্রসঙ্গে তিনি আরো বলেন, মানুষ যদি চলাচলের জন্য রাস্তা না পায়, শিক্ষা ও স্বাস্থ্যে সেবার সুযোগ না থাকে, ছেলে-মেয়েদের খেলাধুলার মাঠ এবং ওয়াটার বডিসহ অন্যান্য সুযোগ-সুবিধা না থাকে তাহলে সেখানে বড় বড় বিল্ডিং করা ঠিক হবে না। তাই সার্বিক দিক বিবেচনায় নিয়ে এ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে।সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লাহ খন্দকার, রাজউকের চেয়ারম্যান ড. সাঈদ হাসান শিকদার, ড্যাপের প্রকল্প পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বিএলডিএর সভাপতি আহমেদ আকবর সোবহান এবং রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বাইউস্টে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-বাইউস্ট নানা কর্মসূচি পালন করেছে। বাইউস্ট অডিটোরিয়ামে ৭ই মার্চ উপলক্ষে অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ১০ টায়। প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সেকশন অফিসার মো: শামসুল আরেফিন। সূচনা বক্তব্য প্রদান করেন কালচারাল ক্লাবের সহ উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মোহিনুর আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আতাউল্লাহ নুরী। পরবর্তীতে বাইউস্টের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ভিডিও তার জীবনের ঘটনাবহুল অধ্যায় নিয়ে প্রামাণ্য চিত্র প্রচার করা হয়। এছাড়াও কবিতা আবৃত্তি করেন সেকশন অফিসার নুসরাত জাহান চৌধুরী। সভায় উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ০৭ই মার্চের ভাষণে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর আকাক্সক্ষার প্রতিফলন ছিল। তিনি একই সঙ্গে আপামর জনসাধারণের ও ছাত্রসমাজের স্বাধীনতার আকাক্সক্ষাকে সম্মান জানিয়ে স্বাধীনতার ডাক দিয়েছেন এবং গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়ে ১৯৭০ এর নির্বাচনের গণ রায়কে সম্মান জানিয়েছেন। সব দিক বিবেচনায় এটি ছিল একটি নিখুঁত স্বাধীনতার ঘোষণা। এ ভাষণ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং এর মাধ্যমেই একটি জাতির স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ৭ই মার্চের ভাষণের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার কর্ণেল সুমন কুমার বড়ুয়া (অব:), ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠানটি বাইউস্ট কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল ক্লাবের সহ উপদেষ্টা ও প্রভাষক শায়লা তাজমীনুর। সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM