লালমাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
লালমাই সংবাদদাতাঃ
কুমিল্লার লালমাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার অগ্নিঝরা ৭ই মার্চে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর জাহিদ হাসান ওএসপি, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, সোনালী ব্যাংক লালমাই শাখার ম্যানেজার ছোটন চন্দ্র দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ এম.এস আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এতে ১৯৫ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। ৫ কিঃ মিঃ ম্যারাথনটি সকাল ৮টায় বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মনোহরপুর হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। প্রথম স্থান অধিকার করে সৌদি প্রবাসী আলা উদ্দিন, দ্বিতীয় স্থান অধিকার করে হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক আবদুল গাফ্ফার।