ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপিত
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
ঐতিহাসিক ৭ মার্চ সাড়ে ৭ কোটি বাঙালির ভবিষ্যৎ, আত্মসম্মান ও অধিকার আদায়ের মন্ত্র। এই দিনে পুরো জাতি তাঁর কথা শোনার উপস্থিত হন রেসকোর্স ময়দানে। শুধু ঢাকা নয়, সারা দেশের মানুষ উন্মুখ হয়ে বসেছিল সেই ভাষণের প্রতীক্ষায়। বঙ্গবন্ধুর সেদিনের সেই ভাষণ শুধু বাংলার নয়, পৃথিবী জুড়ে মানবমুক্তির আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী উদাহরণ। স্বাধীন বাংলাদেশে তিনিই হয়ে ওঠেন জাতির জনক। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয়বাংলা।’ একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীরর্য্যরে মধ্য দিয়ে সারা দেশের ন্যায় গতকাল ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা, চকবাজার, কুমিল্লায় দিবসটি উদ্যাপিত হয়। এ উপলক্ষে মাদরাসায় বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ মনির হোসেন, মোহাদ্দিস মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ, মাওলানা মোঃ ইমাম উদ্দিন, প্রভাষক মোঃ মোশাররফ হোসেন ও মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল মতিন। অনুষ্ঠানে মিলাদ শরীফ পাঠ করেন মাও. মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতিরজনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী, দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত, মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল মতিন। প্রেস বিজ্ঞপ্তি