ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
অদ্য বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২১ উদযাপিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। পরবর্তীতে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভিডিও প্রদর্শনী, আলোকচিত্রমালা প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বার্ডের মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আমাদের জাতীয় অনুপ্রেরণার উৎস। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বার্ডে চলমান লালমাই ময়নামতি প্রকল্পের ৩০০জন সুফলভোগীকে ২০টি করে মোট ৬০০০টি খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।