বুড়িচংয়ে বাকশীমুল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল হোসেন শামীমের নির্বাচনীয় অফিস উদ্বোধন
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাকশীমূল ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল হোসেন শামীম এর রাজনৈতিক এবং নির্বাচনীয় কর্মকা- পরিচালনার জন্য ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন করে।
বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজারে ৬ মার্চ শনিবার রাতে ফিতা কেটে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে তার ব্যক্তিগত রাজনৈতিক অফিস উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ জয়নাল হোসেন শামীম। সাবেক ইউপি চেয়ারম্যান জামসেদুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ, বিশিষ্ট শিল্পপতি মোঃ মিজানুর রহমান,খোরশেদ আলম ঠিকাদার,প্যানেল চেয়ারম্যান মোঃলিটন রেজা মেম্বার,শাম মিয়া মেম্বার,মোস্তফা মেম্বার,আমজাদ হোসেন মেম্বার,আবুল কাশেম মেম্বার,এডভোকেট কালাম হোসেন,,ইয়াছমিন মেম্বার, রিংকু মেম্বার।
আরো বক্তব্য রাখেন মোঃ মফিজুল ইসলাম,ইউপি যুবলীগের সভাপতি নাজরুল ইসলাম আখন্দ,সাধারণ সম্পাদক আব্দুস সালাম,যুবলীগ নেতা কাজী গোলাম কিবরিয়া, প্রভাষক মাহাবুব রহমান, প্রভাষক ইসরাফিল, এনামুল হোসেন আখন্দ,মহিউদ্দিন আখন্দ, কামরুল হোসেন মেম্বার,দুলাল হোসেন মাস্টার, বেসিক ব্যাংকের কর্মকর্তা রুহুল আমিন, বাকশীমূল ইউনিয়নের ছাত্রদলের সভাপতি বিল্লাল হোসেন, যুবদল নেতা সালাউদ্দিন, যুবদল নেতা লোকমান হোসেন বিজয়, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, তাঁতি দলের সদস্য সচিব রহমত আলী, বাকশীমূল ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহ-সভাপতি সাইফুল ইসলাম রাজিব, অভি চৌধুরী, ছাত্রলীগ নেতা মোনসাদ হোসেন আশিক, শাহপরান মাঞ্জন, মেহেদী হাসান নিলয়, আবু সুফিয়ান, সাখাওয়াত হোসেন বিল্লাল, পারভেজ বাবু, নুরুজ্জামান, জসিম উদ্দিন, ইমরান হোসেন, সাইফুল ইসলাম হৃদয়, শাকিল প্রমুখ।