বুড়িচংয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ।।
শুক্রবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর চড়ানল উত্তর পাড়া ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আকলাখ হায়দার। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আলআমিন।
বিশেষ অতিথি ছিলেন বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান, বুড়িচং উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল ওয়াদুদ মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির মেম্বার সৈয়দ নোমান, মোঃ মোস্তফা, আরিফুর ইসলাম, তাজউদ্দীন, সোয়েব চৌধুরী, সাখাওয়াত হোসেন সবুজ, গাজী আবুল বাসার, জসীমউদ্দিন, খুরশীদ আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম, আব্দুল জলিল ভূইয়া,উপজেলা ছাএলীগের প্রস্তাবিত সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি লেলিন নিপু,সাধারণ সম্পাদক জাহিদ হাসান। এসময় এলাকার আরও অনেক বিভিন্ন পর্যায়ের সমাজ সেবক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার এবং অনুষ্ঠানের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।