ইউনিয়ন পরিষদ নির্বাচনমাধবপুর ইউনিয়নকে আধুনিক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই মিয়া-মোহাম্মদ জাহাঙ্গীর
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নবাসীর সুখদুঃখের সাথে মিলেমিশে মাধবপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে চাই। সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি'র সাবেক পিএ মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর গতকাল এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বহু সামাজিক কর্মকা-ের সাথে জড়িত। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য। তিনি ত্যাগী নেতা হিসেবে মাধবপুর ইউনিয়নবাসীর কাছে সুপরিচিত। তিনি দীর্ঘ ৩৭বছর যাবত ছাত্রলীগ, যুবলীগ ও বর্তমানে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি ঐতিহ্যবাহী মাধবপুর উচ্চ বিদ্যালয়ের দুই দুইবারের সভাপতি এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শাল ঘর এবিএম গোলাম মোস্তফা কলেজের তিন বারের গভর্নিং বডির সদস্যও রয়েছেন। তিনি মাধবপুর বেগম দিলরোজ ওবাদুল্লাহ কারিগরি ইনস্টিটিউটের পাঁচ বারের দাতা সদস্য। মসজিদ কমিটির সভাপতিসহ এলকায় বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকা-ের সাথে নিরলসভাবে জড়িয়ে আছেন। তিনি সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপির একান্ত আস্থাভাজন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সেবায় তিনি নিজেকে বিলিয়ে দিতে চান। তিনি আরও জানান, মাধবপুর ইউনিয়নবাসীর সাধারণ মানুষের অনুরোধে দলীয় প্রতীক নৌকা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান।
এদিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মিয়া মোহাম্মদ জাহাঙ্গীরের প্রতি রয়েছে সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা। এলাকাবাসীর অভিমত, তাকে নৌকা প্রতীক দিলে সে বিপুল ভোটে জয়ী হবে। এলাকায় উন্নয়ন হবে যুগান্তকারী।