ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনবঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আহছান জাহাঙ্গীর সমর্থিতদের মিছিল
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২১-২২ এ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পষিদের মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট আহছান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়ার সমর্থিতদের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়ে কুমিল্লা জেলা আদালতের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সড়কে মিছিলটি ঘুরে এসে আদালত চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পষিদের আহবায়ক এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, লাকসাম উপজেলা চেয়ারম্যান ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পষিদের সদস্য এডভোকেট ইউনুছ ভূইয়া, কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল হাসেম খান। এছাড়াও আরও বক্তব্য রাখেন, সিনিয়র এডভোকেট আবুল কালাম আজাদ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান, জেলা পরিষদের সদস্য এডভোকেট আবু তাহের (লাকসাম)। উপস্থিত ছিলেন, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছিদ্দিকুর রহমান, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট আমজাদ হোসেন ও এডভোকেট খোরশেদ আলম প্রমুখ।