কালির বাজারে জামিনে মুক্ত মোহাম্মদ আলী ঠিকাদার'কে এলাকাবাসীর সংবর্ধনা প্রদান
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: প্রতিপক্ষের ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় হাইকোর্টের জামিন আদেশে মুক্তির পর এলাকাবাসীর ভালোবাসা ও সংবর্ধনায় ফুলে ফুলে সিক্ত মতিঝিল থানা যুবলীগের সাবেক সহ সভাপতি, ১নং কালির বাজার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী ঠিকাদার। কালির বাজার ইউপির ১নং ওয়ার্ড এলাকার মনশাসন গ্রাম থেকে গত জানুয়ারী মাসের ২৩তারিখের একটি মারামারির ঘটনায় ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় প্রধান আসামী করে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। অতঃপর হাইকোর্টের জামিন আদেশের প্রেক্ষিতে রবিবার বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় জেলগেটে কালির বাজার ইউনিয়ন আওয়ামী লীগের শতশত নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে সমবেত হন। কারামুক্তর পর ফুলের মালা পড়িয়ে শতশত মোটরসাইকেল যোগে নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় প্রবেশ করেন। নেতাকর্মীদের মাঝে এসময় উপস্থীত ছিলেন কালির বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, আওয়ামী লীগ নেতা ইউসুফ, মনির হোসেন, টিটু, শাখাওয়াত, নজরুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম মিঠু, হুমায়ুন, পলক, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রিমন, ইকবাল হোসেন রুবেল, অমৃত, ইসমাইল, রাজিব প্রমুখ। সংবর্ধনা শেষে মনশাসন বেলতলী এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য মোহাম্মদ আলী ঠিকাদার কুমিল্লা ৬ আসনের সাংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় দোয়া কামনা করে এলাকাবাসী সহ স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।