ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে পুলিশের আয়োজনে সতই মার্চের আনন্দ উদ্যাপন
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এক আনন্দ উদ্যাপন করে। গতকাল রোববার বিকেলে উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠান হয়। বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৬টায় কেক কেটে আলোচনা সভা শেষ হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাত সাড়ে ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান। উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশীদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন মেম্বার ও ইউপি সদস্যা মমতাজ বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবুল হাসেম, একেএম সফিকুল ইসলাম, শাহজাহান বিএসসি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তব সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজিব, সদস্য আফজালুন্নেছা সাসেত ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন প্রমুখ।  
আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের তাৎপর্য বিশ্লেষণ করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সতই মার্চের ভাষনকে আয়ত্ত করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানায়।