Published : Monday, 8 March, 2021 at 12:00 AM, Update: 08.03.2021 1:27:44 AM
তানভীর
দিপু: কুমিল্লায় সুশাসন প্রতিষ্ঠিত করবো-এই প্রতিশ্রুতি ব্যক্ত করে
কুমিল্লায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, জাতির জনকের
যেই নির্দেশনা ছিলো অন্যায়ের বিরুদ্ধে, দূর্নীতির বিরুদ্ধে,অনাচারের
বিরুদ্ধে- তা আমরা মেনে চলবো। তাহলেই জাতির জনকের প্রতি আমাদের প্রকৃত
শ্রদ্ধা নিবেদন করা হবে।
জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ কামরুল হাসানের
কুমিল্লায় প্রথম কর্মদিবসে গতকাল সন্ধ্যায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত
আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে
এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, ১৯৭১ সাল, ৭ই মার্চ। বঙ্গবন্ধুর
ঐতিহাসিক সেই ভাষণ, কবির মনে যা আসলো তাই বললেন। রচিত হলো স্বাধীনতার
অনানুষ্ঠানিক ঘোষণাপত্র। ৯ মার্চ লড়াই হলো, ১৬ ডিসেম্বর আমরা পেলাম সেই
কাঙ্খিত বিজয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতিকে ১৯৪৭ থেকে শুরু
করে একটি জাতিকে স্বাধীনতার জন্য ধীরে ধীরে প্রস্তুত করলেন। নেতা তাঁর
অনুসারী তৈরী করলেন। লক্ষ জনতা প্রস্তত থাকলো রক্ত দেয়ার জন্য। শুধু আদেশের
জন্য অপেক্ষা ছিলো। আদেশ হয়েছে, বলেছেন- আমি যদি হুকুম দেবার না-ও পারি,
তোমাদের যার যা আছে, তা নিয়েই লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সুতরাং এই
জন্যই আমরা বলি-তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এজন্যই বঙ্গবন্ধুকে
জাতির পিতা বলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা
সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের
সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী চৌধুরী। আলোচনা করেন নারীনেত্রী পাঁপড়ি
বোস, জেলা পিপি জহিরুল হক সেলিম, লেখক ও গবেষক শান্তিরঞ্জন ভৌমিক। স্বাগত
বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ পরিচালক মোঃ শওকত ওসমান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশনা, রচনা ও অংকন
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। পরে এ
উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।