ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
Published : Monday, 8 March, 2021 at 11:51 AM
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণাচার ম্যাচের টেস্ট সিরিজে ধরাশায়ী হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড।

ভারত সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ১২ মার্চ থেকে মোতেরার সেই স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।

যেখানে অক্ষর-অশ্বিনের স্পিনে ধরাশায়ী হয়েছেন ইংলিশরা।

বিষয়টি মাথায় রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেওয়া হয়েছে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক এইউন মরগানের কাঁধে।  স্কোয়াডে জায়গা হয়নি টেস্ট সিরিজের অধিনায়ক জো রুটের।  বাদ পড়েছেন বিগব্যাশে ভালো পারফরম করা ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।  হেলসের মতো বাদ পড়েছেন অলরাউন্ডার জেমস ভিন্সও।

তবে দীর্ঘদিন পর এ সিরিজ দিয়ে দলে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন। ২০১৭ সালের জুনে শেষবারের মতো ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। বিগব্যাশে দুর্দান্ত পারফরম করার ফল পেলেন এই লেগব্রেক বোলার।

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামেই হবে সিরিজের সব টি-টোয়েন্টি। ম্যাচগুলো হবে চলতি মাসের ১২, ১৪, ১৬, ১৮ ও ২০ তারিখে।

একনজরে ইংল্যান্ড স্কোয়াড

এইউন মরগান (অধিনায়ক), মঈন আলি, জফরা আরচার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলে ও মার্ক উড।