ভারত মহাকাশে প্রধানমন্ত্রীর ছবি ও গীতার ডিজিটাল কার্ডের ভার্সন পাঠিয়েছে। এর পাশাপাশি গতকাল রবিবার সকালে মহাকাশে ব্রাজিলের আমাজোনিয়া-১ সহ ১৯টি উপগ্রহ পাঠায় ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট।
দেশটির অন্ধপ্রদেশে শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়।
প্রসঙ্গত, ব্রাজিলের তৈরি কোনো উপগ্রহ এই প্রথম মহাকাশে পাঠানো হল। যা নিয়ে গেল ভারতের মহাকাশযান। চঝখঠ-ঈ৫১ এর এটি ৫১তম যাত্রা। এদিন সকাল ১০.২৪ মিনিটে উৎক্ষেপণ করা হয়।
জানা যায়, ১৮টি উপগ্রহ নিয়ে রওনা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি মহাকাশ যানের টপ প্যানেলে বসানো হয়েছে। স্পেস কিডজ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: জি-নিউজ।