ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গায়ানার সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ জন নিহত
Published : Monday, 8 March, 2021 at 1:30 PM
গায়ানার সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ জন নিহত আফ্রিকার দেশ ইকোটরিয়াল গায়ানার একটি সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ৬০০ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। খরর দ্য গার্ডিয়ান।

প্রকাশিত খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার দেশটির সবচেয়ে বড় শহর বাটায় অবস্থিত সেনাঘাঁটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট টেয়বরো ওবিয়াং এক ভাষণে বলেন, ভয়ানক বিস্ফোরক ডিনামাইটগুলো অযত্নে ফেলে রাখার কারণে এগুলো বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। যা চরম দায়িত্বহীনতার মধ্যে পড়ে।

ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন। আহতদের বাঁচাতে দ্রুত রক্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যমে। হাসপাতালের বেডে স্থান সংকুলান না হওয়ায় আহত অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই হতাহতের ব্যাপারে তদন্ত করার ঘোষণা দিয়েছে। এদিকে টেয়বরো ওবিয়াং ১৯৪২ সাল থেকে দেশটি শাসন করে আসছেন। বিরোধীদের অভিযোগ তিনি দেশটিতে মানবাধিকার লঙ্ঘন করে আসছেন।